1 / 8
পানিতে এক চামচ ব্লিচিং পাউডার দিয়ে মশার লার্ভা ধ্বংস করতে পারেন। এ ছাড়া তুলসী, পুদিনা পাতার গাছ লাগলেন মশা তাড়াতে।
2 / 8
১৫৮২ সালে টোডরমল দেওয়ান পদে নিযুক্ত হলে গুজরাটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমগ্র সাম্রাজ্যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন।
3 / 8
নিউটনের দ্বিতীয় সূত্রানুযায়ী কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেইদিকেই হয় ।
4 / 8
রাজা বিম্বিসার, যিনি শ্রেনিকা বা সেনিয়া নামেও পরিচিত ছিলেন, তিনি হর্ষঙ্ক রাজবংশের প্রথম সম্রাট, রাজা ভত্তিয়ার পুত্র ছিলেন।
5 / 8
পূর্ব ভারত মহাসাগরের নিকোবর দ্বীপপুঞ্জের বৃহৎ নিকোবর দ্বীপে অবস্থিত ভারত প্রজাতন্ত্রের দক্ষিণতম স্থলবিন্দু। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এটির নামকরণ করা হয়েছে। এটি সমুদ্রতল থেকে ৬৪২ মিটার উপরে।
6 / 8
১৬৯০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য বিস্তারের উদ্দেশ্যে এই অঞ্চলে পদার্পণ করে। এই সময় থেকেই শহর কলকাতার লিখিত ইতিহাসের সূচনা। জব চার্নক নামে কোম্পানির এক প্রশাসককে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ কলকাতার প্রতিষ্ঠাতা মনে করতেন।
7 / 8
ভিটামিন সি জলে দ্রবনীয় এবং অধিক তাপে সংবেদনশীল। যার কারনে অধিক তাপে ভিটামিন সি রান্না করার সময় এর গুনাগুন নষ্ট হয়ে যায়।
8 / 8
হ্রদটির আয়তন প্রায় ৩১,৫০০ বর্গকিলোমিটার। এটি বিশ্বের গভীরতম হ্রদ। এর সর্বাধিক গভীরতা ১,৬৩৭ মিটার। তিনশোরও বেশি নদীর জল এই হ্রদে এসে পড়েছে।
আরও কুইজ খেলুন